
বাসাইল সংবাদ: বুধবার, ০২ নভেম্বর, ২০১৬:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারী হাত উঁচিয়ে মাদককে না বলেছে।
যেখানেই মাদকের ব্যবহার, সেখানেই আইনের সহযোগীতায় মাদককে প্রতিহত করার অঙ্গিকার করেছে তারা। বুধবার (২ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে মাদক বিরোধী সচেতনতা মূলক এক সমাবেশে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এ অঙ্গীকার করেন। টাঙ্গাইল জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ও বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের যৌথ উদ্দ্যোগে ক্যাম্পাসে আয়োজিত মাদক বিরোধী এ সমাবেশে কলেজের অধ্যক্ষ ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
কলেজের গভর্র্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, কলেজ গভর্নিংবডির সদস্য ও বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, স্থানীয় কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশীষ দেব।
বাসাইল সংবাদ/একে