
বাসাইলসংবাদ: সোমবার, ৭ মে, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
এবার এসএসসি ও সমানের (দাখিল) পরীক্ষায় টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন বিদ্যালয়ের ৩শ’ ৬৩জন শিক্ষার্থী ফেল করেছে। এ বছর উপজেলার ২৫টি উচ্চ বিদ্যালয় থেকে ১৬৮২জন ও ১১টি মাদরাসা থেকে ২৮৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এসএসসিতে ১৬৮২জনের মধ্যে ১৩৩৯ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩৪৩জন অকৃতকার্য হয়েছে। দাখিলে ২৮৮জনের মধ্যে ২৬৮জন কৃতকার্য ও ২০ অকৃতকার্য হয়েছে।
এদিকে উপজেলায় ১৫জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭জন, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩জন, জশিহাটী উচ্চ বিদ্যালয় থেকে ২জন, আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে ১জন, দেউলী খন্দকার নূরে আলম উচ্চ বিদ্যালয় থেকে ১জন ও মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় থেকে ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, উপজেলায় এসএসসিতে পাশের হার ৭৯ দশমিক ৬০ এবং দাখিলে ৯৩ দশমিক ০৫।
বাসাইলসংবাদ/একে