
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে ওয়াসিম সরকার নামের এক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১০ টার দিকে বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়াসিম সরকার উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া সরকারবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে। তিনি ফুলকি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে উপজেলার আইসড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওয়াসিম সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আজ তাকে আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ, ২৮ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন