নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদ্রাসায় আল কুরআনে স্বাস্থ্য বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুল বাতেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র আল কুরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগ ও থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদ-এর ডিন ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলানা মসিহুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।
সেমিনারে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আল কোরআনে সকল রোগের সুচিকিৎসার তথ্যসহ আধুনিক চিকিৎসার সকল বিষয় ও আল কোরআনে স্বাস্থ্য বিজ্ঞানের বিভিন্ন আলোচনা তুলে ধরেন।
বাসাইলসংবাদ, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন