
বাসাইল সংবাদ : শুক্রবার, ২৩ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে দেশের প্রবীণ রাজনৈতিক দল ও বর্তমান ক্ষমাতাসীন আওয়ামীলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজের নেতৃত্বে বাসাইল জিরো পয়েন্টে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগ। পরে স্থানীয় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রর্যযালীতে উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন