
বাসাইল সংবাদ : বুধবার, ২১ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস ও একটি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার বংশাই নদী থেকে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস ও একটি জব্দ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে সুন্না বংশাই নদী থেকে দুইটি ড্রেজার ধ্বংস ও একটি জব্দ এবং বুধবার দুপুরে বংশাই নদীর নাইকানীবাড়ী এলাকা থেকে একটি ড্রেজার ধ্বংস করা হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন