
বাসাইল সংবাদ: রোববার, ২ অক্টোবর, ২০১৬:
বাসাইল সংবাদ ডেস্ক: প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাসাইল উপজেলার অন্যতম একটি সুন্দর স্থান বাসুলিয়া(চাপড়া বিল)।

বাসাইল বাজার থেকে নলুয়া সড়ক ধরে মাত্র তিন কিলোমিটার পার হলেই বাসুলিয়া । এখানে আছে বিশাল একটি বিল । যার নাম ‘চাপড়া বিল । এই বিলে আছে একটি হিজল গাছ । যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে এক বিশাল হিজল গাছ । “ গাছটির জন্ম কিন্তু এখানে নয় ”। সেই প্রাচীন যুগে গাছটি এসেছিল ‘আসাম রাজ্য’ থেকে । অনেক দিন আগে বেরবাড়ী গ্রামের অনিল নামের এক যুবক কামরুপ জেলার চিতল বাড়ী গ্রামের এক আত্মীয়ের বাড়ীতে যায়। সেখানে ধনাট্য প্রতিবেশী কন্যা বীনার সাথে মন দেয়া নেয়া হয়ে গেছে অনিলের । বীনার পিতা জানতে পারে ঘটনাটি । আর কামরুপ ছিল যাদুর জগত ।
বীনার পিতা যাদুর সাহায্যে অনিলকে হত্যার পরিকল্পনা করে । অনিল জানতে পেরে অন্য যাদুকরের সাহায্য নেয় । গুনিন যাদুকর অনিলকে পরামর্শ দেয় গভীর রাতে বীনাকে নিয়ে তাদের বাড়ির হিজল গাছে উঠে বসতে । মন্ত্র বলে ঘুমিয়ে পড়ে অনিল আর বীনা । দীর্ঘ ঘুমের মাঝে যাদু মন্ত্রের সাহায্যে তারা হিজল গাছ সহ উড়ে আসে কামরুপ থেকে চাপড়া বিলে । ভোরে গাছ থেকে নেমে প্রেমিক প্রেমিকা চলে যায় বাড়ীতে । আশেপাশের মানুষ এ হিজল গাছ দেখে অবাক হয় ।
জমির মালিক করাত চালায় হিজল গাছে। একটু পর দেখতে পায় রক্ত ঝরছে গাছের কাটা যায়গা থেকে। যারা গাছটি কাটতে গিয়েছে তারা রক্ত বমি করতে করতে মারা গিয়েছে।
সূত্র-বাসাইল নামের একটি বই থেকে নেয়া।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন