নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ অক্টোবর দিবাগত রাতে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী গ্রামের হাসেম খানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, হাসেম খানের পরিবারের লোকজন গত ২৩ অক্টোবর দিবাগত রাতে খাবার খেয়ে একতলা বিশিষ্ট বিল্ডিংয়ের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে ভোররাতে ঘুম থেকে ওঠে হাসেমের পরিবার দেখতে পান বিল্ডিং থেকে বের হওয়ার মূল গেইট বাইরে থেকে আটকানো রয়েছে। এক পর্যায়ে তারা বিল্ডিং থেকে বের হয়ে দেখতে পান গোয়ালঘরের দরজায় লোহার ছিকল কাটা রয়েছে। পরে গোলায়ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান সেখানে ৩টি গরু নেই। পরে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলো পাওয়া যায়নি। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন হাসেম খানের পরিবার।
এদিকে, ঘটনার আগেরদিন ওই বাড়িতে অপরিচিত ৩জন ব্যক্তি সাহায্যের কথা বলে প্রবেশ করে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় হাসেম খানের পরিবারের সদস্যরা তাদেরকে সাহায্য প্রদান করেনি। পরে ওই ৩জন ব্যক্তি বাড়ি থেকে চলে যায়। ‘
ভুক্তভোগী হাসেম খানের ছেলে নকিব খান বলেন, ‘একটি গর্ভবতীসহ ৩টি গরুর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ঘটনায় গত ২৪ অক্টোবর বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
বাসাইলসংবাদ, ০৪ নভেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন