
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে নুরুল আমিন নামের এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরুল আমিন উপজেলার নং ফুলকি দক্ষিণপাড়া এলাকার আবুল হোসাইনের ছেলে। তিনি ফুলকি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে বাসাইল গার্লস স্কুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়য়। গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইনশৃংখলা বিঘœকারী দ্রুত বিচার আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’
বাসাইলসংবাদ, ২৬ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন