
বাসাইল সংবাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
১৮ ডিসেম্বর ( রোববার) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল বটতলায় শাহীন স্কুলের শাখা উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষকশ্রমীক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ( বীরোত্তম)। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। শাহীন স্কুল কাশিল শাখার পরিচালক আজাদুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্তার জমাদার, তরুন আওয়ামীলীগ নেতা উজ্জল মোল্লা, আওয়ামীলীগ নেতা ইয়াছিন আলী খান, শাহীন স্কুল কাশিল শাখার পরিচালক তাহের রাজা খান প্রমুখ। অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকশ্রমীক জনতালীগের টাঙ্গাইল জেলা সম্মেলন কমিটির সদস্য এটিএম সালেক হিটলু, কাজী শহীদুল করিম, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন নবী সোহেলসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল ইসলাম পিন্টু ।
বাসাইল সংবাদ/একে