
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ‘কাউলজানী T20 ক্রিকেট লীগ ২০১৮’ এর ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৬ এপ্রিল) কাউলজানী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাউলজানী ক্রিকেট একাদশ ৪ উইকেটে মান্দারজানী ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মান্দারজানী ক্রিকেট একাদশ ১৯ ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে সমর্থ হয়। জবাবে কাউলজানী ক্রিকেট একাদশ চার উইকেটের বিনিময়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের সামিউল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। লীগে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে।

ব্যাটিং করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. নাজির আহম্মেদ চৌধুরী।
সকালে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. নাজির আহম্মেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, কাউলজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. শাহজাহান, কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ চৌধুরী, কালিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ছামাদ, টাঙ্গাইলস্থ কাউলজানী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন মোরশেদ, ইউপি সদস্য মনিরুজ্জামান খান, ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।
বাসাইলসংবাদ/একে