
বাসাইল সংবাদ: শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ নভেম্বর) দুপুরে কাউলজানী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল গফুর (বীরপ্রতিক)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা: নাজির আহমেদ চৌধুরী রনজু।
কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বানিজুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ। পরে শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন