
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর দ্বিতীয় ম্যাচে ফুলকী ইউনিয়ন পরিষদ একাদশ দলকে ৩-২ গোলে হারিয়েছে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ দল ।
বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় ম্যাচে বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি।
বিশেষ অতিথি ছিলেন বাসাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোস্তফা খান রাজিব, বিশাল ফার্নিচার হাউজের স্বত্বাধীকারী আব্দুল আলিম। এ খেলায় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ দলের খেলোয়ার রাকিব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের এ-গ্রুপের কাউলজানী ইউনিয়ন পরিষদ একাদশ দল বনাম কাশিল ইউনিয়ন পরিষদ একাদশের প্রথম বাউন্ডের তৃতীয় ম্যাচ।
বাসাইলসংবাদ/একে