
বাসাইলসংবাদ: রোববার, ০৮ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
পহেলা বৈশাখ ১৪২৫ বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে আসছে যাদুশিল্পী জেড আই জহির। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি যাদু পরিবেশ করবেন। এছাড়াও স্থানীয় নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সরকারি নির্দেশনা মোতাবেক পহেলা বৈশাখ উপলক্ষে বাসাইলে আয়োজিত যে কোন অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে সমাপ্ত করার জন্য আহবান জানান তিনি।
বাসাইলসংবাদ/একে