
বাসাইলসংবাদ: শুক্রবার, ০৬ এপ্রিল, ২০১৮:

বাসাইলসংবাদ ডেস্ক:
বিভিন্ন কারণে ত্বকে ভাঁজ পড়তে পারে। এর মধ্যে বারবার মুখ ও কপাল কোঁচকানো, বয়স, সান ড্যামেজ বা সূর্যকিরণে ত্বকের ক্ষতি, ধূমপান, পর্যাপ্ত পরিমাণ পানি না পান করা এবং হরমোনের তারতম্যসহ শরীরে যদি কর্টিসোল হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বাড়ে, তা হলে ত্বকের কোলাজেন ভেঙে যায়। ফলে ত্বকে ভাঁজ পড়ে। এ ছাড়া ডায়াবেটিস, ইনফেকশাস ডিজিজসহ বিভিন্ন কারণে শরীরের ওজন কমে গেলে ত্বকে ভাঁজ পড়ে বা ত্বক শিথিল হয়ে পড়ে।
ত্বকের ভাঁজ প্রতিরোধে করণীয় : পর্যাপ্ত পানি পান, কপাল কোঁচকানো বন্ধ করা, ধূমপান পরিহার এবং কিছু কিছু কসমেটিক পদ্ধতি অনুসরণ করে ভালো ফল পাওয়া যায়। কসমেটিক পদ্ধতির মধ্যে রয়েছে মেডিক্যালি অ্যাপরুভড ব্লিচিং এজেন্ট ও কেমিক্যাল ব্যবহার, বোটক্স ও কৃত্রিম কোলাজেন প্রয়োগ, কেমিক্যাল পিলিং ও ক্ষেত্রবিশেষে লেজার ব্যবহার করা যেতে পারে।
ত্বকের চুলকানি প্রতিরোধে করণীয় : ত্বক শরীরের সবচেয়ে বড় অঙ্গ হওয়ায় এর গুরুত্বপূর্ণও অনেক। সাধারণত ত্বকের সুস্পষ্ট অনেক রোগের লক্ষণ হিসেবে চুলকানি হয়ে থাকে। তবে ত্বকের রোগ ছাড়াও চুলকানি হতে পারে। দীর্ঘস্থায়ী বা তীব্র চুলকানি যথেষ্ট কষ্টদায়ক। এতে কার্যক্ষমতা বাধাগ্রস্ত হয় এবং ত্বকও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের অসুখের মধ্যে খোসপাঁচড়া, এটপিক, অ্যাকজিমা, কন্ট্রাক্ট ডরমাটাইটিস, ডারমাটাইটিস হারপেটিফরমিস রোগে তীব্র চুলকানি হলেও সোরিয়াসিস ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, বুলাস ও দাদ জাতীয় রোগে মৃদু চুলকানি হয়। চুলকানিতে এক ধরনের ওসসঁড়ষড়মরপধষ প্রতিক্রিয়া বিদ্যমান। ত্বকের সুস্পষ্ট রোগ ছাড়াও যকৃতের রোগ, বৃক্ক বা কিডনির রোগ, রক্তরোগ, থাইরয়েড গ্লান্ডের রোগ, এইচআইভি ইনফেকশন, ক্যানসার, গর্ভাবস্থায় চুলকানি, কিছু কিছু মানসিক রোগসহ আরও অনেক অসুখে চুলকানি হতে পারে।
সাধারণ চুলকানিতে বাহ্যিক প্রয়োগের নন স্টেরয়েড লোশন ব্যবহার করা নিরাপদ। জটিল চুলকানিতে আক্রান্ত স্থানের অবস্থান, আয়তন এবং রোগের তীব্রতা অনুযায়ী সঠিক ক্ষমতাসম্পন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ বাহ্যিক ব্যবহার করা যেতে পারে। জটিল চুলকানি এবং জবংরংঃধহঃ ঠধৎরবঃু ড়ভ টৎঃরপধৎরধ-এর ক্ষেত্রে এন্টিহিস্টামিন (অহঃরযরংঃধসরহব) ও বিশেষ ক্ষেত্রে ইম্যুনোসাপ্রেসিভ ও সসঁহড় ঝঁঢ়ঢ়ৎবংংরাব জাতীয় ওষুধ মুখে সেবনের প্রয়োজন হয়। কোনো কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই রোগীর অবস্থা অনুযায়ী সাবধানে ওষুধ নির্বাচন করতে হয়।
লেখক : চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ
সিনিয়র কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক
আল-রাজি হাসপাতাল, ফার্মগেট, ঢাকা
০১৭১৫৬১৬২০০, ০১৮১৯২১৮৩৭৮
সূত্র-দৈনিক আমাদেরসময়
বাসাইলসংবাদ/একে