
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
‘টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ভূমিকা অনেক। তাছাড়া শুরুটা ভালো হলে অন্যদের জন্য কাজটা সহজ হয়ে যায়। তামিম খেলে দিলেই হবে। ও আমাদের ভরসা।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করলেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির চোখে মুখে জয়ের স্বপ্ন। ‘দুই দলই চাইবে সিরিজ জিততে। প্রথম ম্যাচ আমরা সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। যদিও আমরা শেষ ওয়ানডেতে সেটা পারিনি। এটা ভিন্ন ফরম্যাট। অবশ্য এই ফরম্যাটে আমাদের সবশেষ পারফরম্যান্স বেশ ভালো। পরিকল্পনা মাফিক খেলতে সিরিজ জেতা সম্ভব।’
‘আমরা দুটি ওয়ানডে ম্যাচই জিততে চেয়েছিলাম। কোনও কারণে তা হয়নি। তার মানে এই নয় যে আমরা পরের দুই ম্যাচও হারব। আমাদের যে পরিকল্পনাই থাকুক, সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা চাই প্রথম ম্যাচটি জিতে চাপটা কমাতে।’ মন্তব্য মাশরাফির।
টি-টোয়েন্টিতে লঙ্কানদের এগিয়ে রাখছেন ম্যাশ। ‘এই ফরম্যাটে শ্রীলঙ্কা ফেভারিট। তবুও আমরা নিজেদের সেরাটা দিলে লড়ে যাবে। আমাদের বিশ্বাস, যদি সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে জয়টা আমাদেরই হবে।’
প্রসঙ্গত, স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে চ্যানেল নাইন ও টেন ক্রিকেট।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন