
বাসাইল সংবাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বোর্ড আন্তঃ কলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. কালাম মিয়া ১০০মিঃ, ২০০মিঃ, ৪০০মিঃ দৌড়ে ১ম স্থান অধিকার করে টাঙ্গাইল জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক ও ক্রীড়াবিধ মোহাম্মদ সাকেরুল করিম পাপনের নেতৃত্বে কলেজ থেকে ৭জন বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ৬টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে।
একাদশ শ্রেণির ছাত্র ওমর ফারুক গোলক নিক্ষেপে প্রথম স্থান ও চাকতী নিক্ষেপে ২য়, আব্দুর রহিম মিয়া বর্ষা নিক্ষেপে প্রথম স্থানসহ রিলে দৌড়ে কালাম, আব্দুর রহিম, মোবারক ও মাসুদুর চ্যাম্পিয়ন হয়।
গত ১৯ নভেম্বর টাঙ্গাইল সরকারি এমএম আলী কলেজ (কাগমারী) মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার আচার্য্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বোর্ড আন্তঃ কলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মো. বেল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম আলী কলেজের উপাধ্যক্ষ ঝর্ণা মাঝি ও টাঙ্গাইল ডিএফএ’র সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন