
বাসাইলসংবাদ: শনিবার, ১৭ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালন করেছে খুদে শিক্ষাথীরা।
শনিবার (১৭ মার্চ) সকালে ওই স্কুলের খুদে শিক্ষাথীরা কেক কেটে ও কবিতা আবৃতির মাধ্যমে এ দিবসটি পালন করে। এসময় স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একে