
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে মাঠ প্রশাসন সামলাচ্ছেন ৮ নারী ইউএনও। জেলার ১২টি উপজেলার ৮টিতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করছেন নারীরা। দেশ পরিচালনায় মাঠ প্রশাসন সামলানোসহ সফলতা-নিষ্ঠা আর দক্ষতা-যোগ্যতার সঙ্গে নিরলসভাবে সকল ধরণের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তারা।
নারী ইউএনও’দের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার জিনাত জাহান, বাসাইলে শামছুন নাহার স্বপ্না, নাগরপুরে আসমা শাহীন, কালিহাতীতে শাহীনা আক্তার, গোপালপুরে দিলরুবা শারমিন, মির্জাপুরে ইসরাত সাদমীন, সখীপুরে মৌসুমী সরকার রাখী, ধনবাড়ীতে আরিফা সিদ্দিকা।
উপজেলার সকল বিভাগের কাজকর্মের সমন্বয় ও দায়িত্ব তদারকি এবং জেলার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন এই নারী কর্মকর্তারা। স্ব স্ব উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়ন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি ও বাস্তবায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও ভূমিকা রাখছেন তারা।
ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, সরকারের স্থায়ী আশ্রয়ণ, আদর্শ গ্রাম ও আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং অসহায় মানুষদের বিভিন্ন আশ্রয়ণে সংস্থান করে যাচ্ছেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও সাধারণ, রাজস্ব, ফৌজদারি ও উন্নয়ন প্রশাসনেরও দায়িত্ব পালন করছেন তারা। মাদক-জঙ্গিমুক্ত উপজেলা গড়া এবং যৌতুক-বাল্যবিয়ে রোধেও তাদের ভূমিকা সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।
উপজেলা প্রশাসনের শীর্ষপদে থাকা ওই নারী ইউএনওরা জানান, দেশের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামাজিক সমস্যা দূরীকরণে জনগণকে উদ্বুদ্ধ করে ও সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন তারা।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান বলেন, ‘জেলায় এখন মাঠ পর্যায়ে ৮ জন ইউএনও দায়িত্ব পালন করছেন। টাঙ্গাইল সদরের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ধরণের কাজ করেছি। মাঠ পর্যায়ে সমস্যা হলেও সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করি। এতে সফলতা আসে’।
মাঠ পর্যায়ে এই কাজে কোনো সমস্যায় পড়তে হয় কি না জানতে চাইলে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বাসাইলসংবাদ’কে বলেন, ‘কাজকর্মে নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা বোধ করি না। বরং বিভিন্ন ক্ষেত্রে মানুষের সহযোগিতা বেশি পাই।’
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন