
বাসাইলসংবাদ: শনিবার, ৩১ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে বাংলাভিশন টিভির ১৩বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শনিবার (৩১ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়াম হলরুমে বাংলাভিশন টিভির ১৩বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও কবি বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এডভোকেট আতোয়ার রহমান আজাদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ড. কামরুজ্জামান, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, মাহমুদুল হাসান মহাবিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক তরুন ইউসুফ, বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মহন দে প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিন্দুবাসিনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এ, করিম, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিলসহ প্রিন্ট ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাসাইলসংবাদ/একে