নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাষ্টারের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাঐখোলা বাজার এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আবুল হোসেন নোমান, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদস্য সানোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সফিউল আরিফিন খানশুর সুজন, আল মামুন খান নবু, সাবেক যুগ্ম-সম্পাদক মাহমুদুর রহমান তালুকদার আজাদ, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জমাদার পিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম এ রউফ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহির মাষ্টারের ওপর আওয়ামী লীগেরই আরেকটি গ্রুপ হামলা চালায়। এ ঘটনার পর থেকে অপর গ্রুপের নেতাকর্মীরা ঘটনাটির প্রতিবাদ জানিয়ে আসছে।
বাসাইলসংবাদ/ ১৬ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন