নিজস্ব প্রতিবেদক : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে গ্রন্থাগার’ জাতীয় গ্রন্থকেন্দ্রের এই স্লোগানকে সামনে রেখে সৃজনশীল পাঠক সেবা তৃণমূলে পৌঁছাতে ‘লার্ন মোর বাংলাদেশ’-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) আয়োজিত ‘পাঠক সৃষ্টিতে তরুণ প্রজন্মের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। এসময় ‘লার্ন মোর বাংলাদেশ’-এর সদস্যবৃন্দসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লার্ন মোর বাংলাদেশ, জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান যা শিক্ষা সেবা ও গ্রন্থাগার নিয়ে কাজ করে যাচ্ছে।
বাসাইলসংবাদ/ ০৫ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন