নিরাপদ আবাসস্থল গড়ে তোলার দাবি
বাসাইল সংবাদ: রোববার, ১৯ নভেম্বর, ২০১৭:
॥ এনায়েত করিম বিজয় ॥
‘ও পাখি তোর যন্ত্রণা, আর তো প্রাণে সয় না, যখন তখন তোর জ্বালাতন আর ভালো লাগে না’- বাংলা চলচ্চিত্রের এই মিষ্টি রোমান্টিক গানে যন্ত্রণা ছিল মধুর এক ভালো লাগার। মধুর এমন যন্ত্রণা হয়তো সবারই কাম্য।
গাছে পাখি বাসা বাঁধবে এটা প্রকৃতির নিয়ম, কিন্তু কোনো এক নির্দিষ্ট জায়গায় কিছু নির্দিষ্ট গাছে শতশত পাখির আবাস দেখতে পাওয়াটা একটু বিরল দৃশ্যই বটে। এমনই দৃশ্যই চোখে পড়ে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকার বেশকিছু গাছে।
কাঁঠালগাছ, আমগাছ, হরহরি, পাকুরগাছগুলোতে সন্ধ্যা নামলেই কয়েক হাজার চড়ুই পাখির দেখা মেলে। সন্ধ্যা নামলেই চড়ুই পাখির কিচির-মিচির শব্দে মুখরিত হয়ে উঠে এ এলাকা। প্রতিদিন স্থানীয়রা পাখিগুলো দেখতে ভির জমান।
জানা যায়, এখানে প্রায় ৪ বছর ধরে এ পাখিগুলো এসেছে। দিন দিন পাখির সংখ্যাও বাড়ছে। সারাদিন এ পাখির দেখাও মিলবে না। সন্ধ্যা নামলেই যেন কোথা থেকে চলে আসে পাখিগুলো। স্থানীয়রা ছাড়াও দুরদূরান্ত থেকেও পাখিগুলো দেখতে আসেন পাখি প্রেমিরা।
স্থানীয়দের অভিযোগ- কিছু লোক রাতের আঁধারে পাখিগুলো ধরে নিয়ে যেতো। আর সেই কারণেই পাখিগুলো প্রায় এক বছর এখানে ছিল না। গত দুই মাস আগে আবার পাখিগুলো এসেছে। তবে আগের তুলনায় পাখির সংখ্যা কম। পাখির জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় ডা. গোলাম রাব্বানী রাসেল বলেন, এটা আসলেই একটি চমকপ্রদ ঘটনা। সারাদিন পাখিগুলোর দেখাও মিলে না। সন্ধ্যা নামলেই কোথা থেকে যেন পাখিগুলো চলে আসে। পাখির কিচির-মিচির শব্দে এখানকার মানুষের সন্ধ্যাটা ভালই কাটে।
স্থানীয় চা বিক্রেতা রুনু মিয়া বলেন, প্রায় ৪ বছর আগে পাখিগুলো এখানে এসেছে। এক বছর এখানে ছিল না। কিছু লোক রাতের আঁধারে পাখি ধরে নিয়ে যেতো। আর তার কারণেই হয়তো পাখিগুলো চলে গিয়েছিল।
স্থানীয় খন্দকার মাসুদ বলেন, এসব গাছের নিচে মানুষের চলাচলের রাস্তা রয়েছে, অনেক সময় মানুষের জামাকাপড় বিষ্ঠায় নষ্ট হচ্ছে, তারপরও কেউ একটুও রাগ করছেন না।
ঝড়-বৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পাখির বাসা ক্ষতিগ্রস্ত হয়। আর এ কারণে পাখির ডিম নষ্ট হয়ে যায়। এর ফলে বংশবিস্তার কমে যায়। পাখির বংশবিস্তার বৃদ্ধির লক্ষে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ বলে মনে করেন সচেতনমহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বাসাইলসংবাদ’কে বলেন, করাতিপাড়া বাইপাস এলাকার বেশ কয়েকটি গাছের ডালে পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পাখির বাস-উপযোগী মাটির তৈরি হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে বিভিন্ন জাতের পাখি নিশ্চিন্তে আবাস গড়ে তুলতে পারবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন