
বাসাইল সংবাদ : সোমবার, ১২ জুন, ২০১৭:

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে:
ঘাটাইলে ভুল করে ভিটামিনের পরিবর্তে ঘাসনিধন বিষ দেওয়ায় ৬৫ হাজার আনারস পুড়ে গেছে। উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ফটিয়ামারি গ্রামের কৃষক মোফাজ্জল মিয়া (পাক্কু)র আনারস বাগানে এই ঘটনা ঘটে।
কৃষক মোফাজ্জল মিয়া জানায়, আমি ৫ একর জমিতে প্রায় ৭০ হাজার আনারসের চারা লাগিয়েছি। প্রথম থেকেই এই বাগানের সকল মেডিসিন সাগরদিঘী বাজারের কীটনাশক ব্যবসায়ী আশীষ কুমার সাহার দোকান থেকেই ক্রয় করে আসছি। গত ১৩ই মে আশীষ সাহার দোকানে আনারসের ভিটামিনের জন্য গেলে সে আমাকে সুপারভিক্স (ভিটামিন) এর পরিবর্তে এমিরাক্সন (ঘাসনিধন বিষ) দিয়ে দেয়। পরদিন সকালে কাজের লোক দিয়ে সেই ভিটামিন (বিষ) সমস্ত বাগানে স্প্রে করাই।
একদিন পর দেখা যায় সব গাছ মরে গেছে। বিষয়টি সাথে সাথে আশীষ সাহাকে জানালে সে আরো কিছু পটাশ স্প্রে করে দিতে বলে। কিন্তু কোন কাজ না হওয়ায় আমি হতাশায় পরে যাই। তারপর স্থানীয় ইউপি মেম্বার আজিজ মিয়া সহ এলাকার কিছু লোকজন আশীষ সাহার সাথে বিষয়টি সমাধানের জন্য বসতে বললেও আশীষ সাহা অস্বীকৃতি জানায়।
কৃষক মোফাজ্জল মিয়া এই প্রতিবেদকের সাথে কথা বলার সময় কান্নাজরিত কণ্ঠে বলে, আমি টাকা ঋণ করে আনারস বাগান করেছি। আমার সব শেষ। এখন আমি কি করবো জানি না। মৃত্যু ছাড়া আমার এখন আর কোন পথ নেই। তিনি আরো জানান, এই ব্যাপারে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
সাগরদিঘী বাজারের কীটনাশক ব্যবসায়ী আশীষ কুমার সাহার সাথে কথা বললে তিনি জানান, ভুল তো মানুষেরই হয়। আমি ভুল করে এটা করেছি। কিন্তু কৃষকের দেখে নেয়া উচিত ছিল। এ ব্যাপারে আমার কিছু করার নেই।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন