
বাসাইলসংবাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারের আওতায় নির্বাচন কমিশনের পরিচালনায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আদালতের রায় অনুযায়ি খালেদা জিয়াকে দূর্নীতির কলঙ্ক নিয়েই এ নির্বাচনে যেতে হবে।
খালেদা জিয়া ১৩ বার হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে গেছে এ মামলা বাতিল করার জন্য। ১৯৯১ থেকে ২০১৮ সালে এসে বিচারের রায় হয়েছে। আদালত আইনের প্রেক্ষিতে সেটা বাস্তবায়ন করেছে। কাজেই এখানে সরকারের কোনো দায়-দায়িত্ব নেই।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রয়াত সভাপতি মীর লুৎফর রহামান লালজু’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি একথা বলেন।
তিনি আরো বলেন, এই খালেদা জিয়ার বিরুদ্ধে যত আন্দোলনই বিএনপি করুক না কেন, বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে পারবে না। মানুষ পুড়িয়ে মারতে পারবে না, গাড়ি ভাঙতে পারবে না। আমরা রাজনৈতিকভাবেই সেটি প্রতিহত করবো।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির প্রমুখ।
বাসাইলসংবাদ/একে