
বাসাইল সংবাদ : রোববার, ৩০ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলায় কাঞ্চনপুর কিম্মত আলী উচ্চ বিদ্যালয় একাদশকে ১-০ গোলে হারিয়ে বাসাইল হাজী মালেক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয় একাদশ বিজয়ী হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় হাজী মালেক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয় একাদশের পক্ষে ১৩ নম্বর জার্সি পরিহিত স্টাইকার সজিব প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় এ জয়সুচক গোলটি করে।
বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসাবে ফাইনাল খেলাটি উপভোগ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুস সাত্তার জমাদার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, খেলাটি পরিচালনা করেন টিজেএফ উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মীর খাজা, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন কেবিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা রফিকুল ইসলাম ও সুন্না দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এসএম সুমন। উপজেলার ২৫ টি মাধ্যমিক স্কুল ও ১১টি মাদ্রাসা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন