
বাসাইল সংবাদ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতীর ৪০নং বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের ন্যায় এবারও প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করেছে। এ বছর ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এর মধ্যে ১৩জন এ প্লাস পেয়েছে। মোট ৪৩ জন শিক্ষার্থীই সফলতা লাভ করেছে। উক্ত রেজাল্টে বিদ্যালয়ের ও এবছর জেলার শ্রেষ্ঠ নির্বাচিত সভাপতি এম এ রাজ্জাকসহ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও সকল সহকারী শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা তাদের সন্তোষ প্রকাশ করেছে।
উল্লেখ্য, একাত্তর টেলিভিশন ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক এম এ রাজ্জাক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই ওই স্কুলের পরীক্ষার্থীদের পাশের হার এবং ভাল রেজাল্ট করে সুনাম কুড়িয়ে আসছে।
যে কারণে ঐ এলাকায় এই স্কুলের সুনাম ছড়িয়ে পড়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন