
বাসাইলসংবাদ: রোববার, ২৯ এপ্রিল, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুরুয়ার সামাদ চৌধুরী বাড়ীতে বিনামূল্যে আইন পরামর্শ কেন্দ্র ও ইংলিশ টিচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার শুক্রবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হিউম্যান রাইট্স এন্ড লিগ্যাল সাপোর্ট অর্গালাইজেশন এর সভাপতি এসএম নুরুল ইসলামের সভাপতিত্বে ও হিউম্যান রাইট্স এন্ড লিগ্যাল সাপোর্ট অর্গালাইজেশনের সাধারন সম্পাদক ব্যারিস্টার বাবুল আক্তার চৌধুরী বাবু সঞ্চালনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে কালিহাতী উপজেলার হিউম্যান রাইট্স এন্ড লিগ্যাল সাপোর্ট অর্গানোইজেশন।
বাসাইলসংবাদ/একে