নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাহমুদুর রহমান (৫০) নামের এক অলিম্পিক কোম্পানির আরএম নিহত হয়েছেন। রবিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুর রহমান দিনাজপুরের শ্রীবরদীপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি অলিম্পিক কোম্পানির টাঙ্গাইলের আরএম-এর দায়িত্বে ছিলেন।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল বলেন, ‘মোটরসাইকেলযোগে অলিম্পিক কোম্পানির আরএম মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘাতক ট্রাকটি জব্ধ করা গেলেও চালক পালিয়ে যায়।’
বাসাইলসংবাদ/ ২১ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন