নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন শাখা। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাউলজানী বোর্ড বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ফরিদ হোসাইন, কর্ম পরিষদ সদস্য মাওলানা সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউলজানী ইউনিয়ন শাখার সভাপতি শরিফ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক কাউলজানী শাখার ইনচার্জ আমিনুল ইসলাম হারুন। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বাসাইলসংবাদ, ১৪ অক্টোবর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন