নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশের পক্ষ থেকে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে রবিবার (৭ মার্চ) বিকেলে বাসাইল থানা চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক ও কেক কাটার আয়োজন করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাসাইল-সখীপুর) সার্কেল আব্দুল মতিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত হোসেন খান, বাসাইল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর- রশীদ খান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল থানার সাব-ইন্সপেক্টর হাবিব তুহিন।
বাসাইলসংবাদ/ ০৮ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন