
টাঙ্গাইল- ৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব-২

বাসাইল সংবাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭:
অনুপম শাহজাহান জয়। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল-সখীপুর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য। তিনি ছোটকাল থেকেই সবার সাথে মিশতে ভাল বাসতেন। এখনো সেই ছোটকালের কথা মনে রেখেই বাসাইল-সখীপুরের জনসাধাণের পাশে সব সময় কাজ করে যাচ্ছেন। তিনি কখনো নিজেকে এমপি হিসেবে দেখেন না, একজন সাধারণ মানুষ হিসেবেই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তার সাথে দেখা করতে কোন নেতার দ্বারস্থ হতে হয় না। তিনি বাসাইল-সখীপুরের প্রায় সকল গ্রামেই একাধিকবার গিয়েছেন। সাধারণ মানুষও তাকে খুব ভালবাসেন। তরুনদের কাছে তিনি অনেক প্রিয়। তাকে সব সময় কাছে পেয়ে সাধারণ মানুষের কাছেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। সাধারণ মানুষও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুপম শাহজাহান জয়কেই এমপি হিসেবে দেখতে চান।
তার বাবা মরহুম শওকত মোমেন শাহজাহান বাসাইল-সখীপুর আসনে চার চার বার নির্বাচিত এমপি ছিলেন। তিনিও বাসাইল-সখীপুরের সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে গিয়ে দাঁড়াতেন। তারই দেখানো পথে হাটছেন অনুপম শাহজাহান জয়। বাবার উন্নয়নমূলক প্রতিশ্রুতিগুলো তিনি প্রায় শেষ করেছেন। মরহুম শওকত মোমেন শাহজাহানের প্রতিশ্রুতি আর অনুপম শাহজাহান জয়ের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা অনুযায়ী বাসাইল-সখীপুরের কাজগুলো শেষ করতে পারলে বাসাইল-সখীপুর সারা বাংলাদেশের মধ্যে একটি অত্যাধুনীক উপজেলা হিসেবে গড়ে উঠবে। বাসাইল সংবাদ টুয়েন্টিফোর ডটকমের একান্ত আলাপচারিতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাসাইল-সখীপুরের যাতায়াত ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, সু-শাসন প্রতিষ্ঠা করা, শিক্ষার সু-ব্যবস্থার মাধ্যমে শিক্ষা নগরী ও সংস্কৃতি নগরী গড়ে তোলাই ছিল বাবার প্রধান লক্ষ্য। এছাড়াও বাসাইল-সখীপুরকে সারাদেশের মধ্যে অত্যাধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল। ইতোমধ্যেই আমি আমার বাবার প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রায় সকল কাজ সফলতার সাথে বাস্তবায়ন করতে পেরেছি। আশা করি আগামী ৫ বছরের মধ্যে বাসাইল-সখীপুরকে সারাদেশের মধ্যে একটি অত্যাধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। আমি নিজেকে কখনো এমপি হিসেবে মনে করি না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে বাসাইল-সখীপুরের জনগণই আমার অভিভাবক।
বাসাইল-সখীপুরের মধ্যে ৩শ’র ওপরে গ্রাম রয়েছে। আমি সব গ্রামে উন্নয়নমূলক কাজ করতে পারিনি। তাই আমার আরো সময়ের প্রয়োজন। এজন্য আমার নির্বাচনী এলাকার জনসাধারনের প্রতি আমার চাওয়া আমাকে পূণরায় নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি প্রতিনিয়ত মানুষের সাথে ছিলাম, আছি এবং থাকবো।
অনুপম শাহজাহান জয়। তিনি ১৯৮৫ সালের ১০ এপ্রিল সখীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাতা শবনম মমতাজ, সহধর্মিণী- তামান্না মহসীন মৌ ও পুত্র- আরিয়ান অনুপম আযান। তিনি সূর্যতরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল এন্ড কলেজ থেকে পঞ্চম, সখীপুর পিএম পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সখীপুর মুজিব কলেজ থেকে এইচএসসি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ/বিএসএস করেন।
তিনি ২০১০ সাল থেকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সখীপুর উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করে আসছেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি হিসেবে ২০১২ সাল থেকে, বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্ব পালন, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্যও তিনি। এছাড়াও তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সখীপুর অনার্স (আবাসিক) মহিলা কলেজ ও সখীপুর সরকারি মুজিব কলেজের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন