
বাসাইল সংবাদ: শনিবার, ২৭ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সংবিধান অনুযায়ী ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দলের অংশগ্রহণে ও উৎসব মুখর পরিবেশেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো শক্তিই এ নির্বাচনকে ঠেকাতে পারবে না। বিএনপি ও জামায়াত বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র করার চেষ্টা করেছে। তারা শুধু সাধারণ মানুষকেই নয়, পুলিশকেও আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। গত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড.আবদুর রাজ্জাক এমপি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বুয়েটের মেধাবী ছাত্র, সাবেক ছাত্রলীগেরর সাধারণ সম্পাদক “ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ “শুধু বাসাইল-সখীপুরের গর্ব নয়, সারা বাংলাদেশের গর্ব।
সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, প্রকৌশলী আতাউল মাহমুদ, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন