
বাসাইল সংবাদ : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার চাপড়াবিলে (বাসুলিয়া) আগামীকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সংগ্রাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, “আগামীকাল শনিবার নৌকা বাইচ অনুষ্ঠিত হবে, সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে”। তিনি আরও বলেন, দুপুর আড়াইটা থেকে এ প্রতিযোগিতা শুরু হবে।
আজ শুক্রবার বিকেলে বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয় নৌকা বাইচের স্থান পরিদর্শন করেন।
উল্লেখ, বন্যা পরিস্থিতি অবনতির কারণে নির্ধারিত ৪ সেপ্টেম্বর বাসুলিয়ায় নৌকা বাইচ স্থগিত করা হয়েছিল।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন