নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সদস্য পদ পেয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
মনিরুজ্জামান মনির দীর্ঘদিন বাসাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। উপজেলা ছাত্রলীগের কর্মীদের চাঙ্গা করতেও রয়েছে তার ভূমিকা। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত।
মনিরুজ্জামান মনির বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সদস্য পদ পেয়ে আনন্দ প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমিটির সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
বাসাইলসংবাদ/ ২৭ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন