
বাসাইল সংবাদ : সোমবার, ১০ জুলাই, ২০১৭:

এনায়েত করিম বিজয় :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ড্রেনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জনসাধারনের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। সড়কে পানি জমে থাকায় পৌর শহরে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
স্থানীয় জানান, রাস্তার দু’পাশে অপরিকল্পিত দোকানপাট, ফুটপাত দখল, প্লাটফর্ম তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় ড্রেনেজ ব্যবস্থা ও নালা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না। এ কারণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
টাঙ্গাইল-বাসাইল ভায়া নলুয়া সড়কের সোনালী ব্যাংকের সামনে, মাখন সুপার মার্কেট, থানা ফটক, নাট মন্দির, শান্তি কমপ্লেক্স, চারুবাগ সুপার মার্কেট, শুভেচ্ছা প্লাজা এলাকাসহ কয়েকটি স্থানে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম রানা জানান, রাস্তায় পানি জমে থাকায় জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী খন্দকার ওহিদুজ্জামান জুলিয়াজ বলেন, শহরজুড়ে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা বিদ্যমান থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যাপারে পৌরসভার প্রকৌশলীকে বার বার অবহিত করলেও তারা কোন ব্যাবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে বাসাইল পৌরসভার সহকারি প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ড্রেনেজ ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে, সরকারী বরাদ্দ পেলে আমরা দ্রুত তা বাস্তবায়ন করব।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন