
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
প্রেমের টানে টাঙ্গাইলের সখীপুরে ছুটে আসা সেই মালয়েশীয় তরুণী জুলিজা বিনতে কামিস রোববার রাতের একটি ফ্লাইটে তার আগের স্বামী-সন্তানের কাছে ফিরে গেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) জুলিজার প্রাক্তণ স্বামী আজগর আলী জুলিজার মালয়েশিয়ায় পৌছানোর কথা নিশ্চিত করেছেন।
জুলিজার স্বামী ও সন্তানেরা
জানা যায়, গত ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সখীপুরের সরকারি মুজিব কলেজের ছাত্র মনিরুল ইসলামের সাথে পরিচয় হয় মালয়েশীয় তরুণী জুলিজা বিনতে কামিসের। এদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের টানে গত ২৫ আগস্ট ওই তরুণী সখীপুরে মনিরুলের বাসায় চলে আসেন। বিয়েও হয় তাদের। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হলে জুলিজার প্রাক্তণ স্বামী আজগর আলী ও জুলিজার বাবা-মা এদেশে যোগাযোগ শুরু করেন। পরে নতুন স্বামী মনিরুলকে নিয়ে ১৭ দিন আত্মগোপন থেকে রোববার রাতের একটি ফ্লাইটে জুলিজা তার প্রাক্তণ স্বামী, সন্তান ও বাবা-মায়ের কাছে ফিরে যান।
জুলিজার নতুন স্বামী মনিরুল ইসলাম বলেন, জুলিজা তার ভুল বুঝতে পেরে রবিবার রাতের একটি ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে।
মনিরুলের বাবা ইমান আলী বলেন, শুনেছি মেয়েটি মালয়েশিয়া চলে গেছে।
এ আগে ২৫ আগস্ট বাংলাদেশে এসে জুলিজা বলেছিলেন, এদেশের প্রকৃতি ও মানুষকে তার খুব ভালো লেগেছে। খাবার খেতে তার কিছুটা সমস্যা হলেও শ্বশুর বাড়ির লোকজনের আন্তরিকতায় সে মুগ্ধ। সে আরও জানিয়েছিল, দেশে ফিরে বিয়ের বিষয়টি তার পরিবারকে জানাবেন এবং মনিরুলকে মালয়েশিয়া নিয়ে যাবেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন