নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় বীরমুক্তিযোদ্ধা কবি আবু মাসুম প্রবর্তিত ‘সব্যসাচী আবু কায়সার সাহিত্য পুরস্কার’ পেলেন কবি ও কথাশিল্পী রাশেদ রহমান। সোমবার সন্ধ্যায় প্রয়াত কবি ও কথা সাহিত্যিক আবু কায়সারের প্রয়াণ দিবসে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনের অনুষ্ঠানে রাশেদ রহমানের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার হিসেবে দেয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট।
কবি জাকিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের অন্যতম প্রধান কবি বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপদেষ্টা কবি রোকেয়া ইসলাম ও পুরস্কার প্রবর্তক কবি আবু মাসুম প্রমুখ।
অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত কথাশিল্পী রাশেদ রহমান। তার সাহিত্যকর্মের উপর আলোচনায় অংশ নেন কবি কুশল ভৌমিক।
রাশেদ রহমানকে বিভিন্ন প্রতিষ্ঠান ফুলেল অভিনন্দন জানায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামাল।
বাসাইলসংবাদ, ০৩ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন