
বাসাইল সংবাদ: সোমবার, ২২ মে, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর থেকে ॥
টাঙ্গাইলের সখীপুরে প্রায় দুই শতাধিক মাকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার কালিদাস কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কালিদাস কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ।
জাহাঙ্গীর আলম বুলবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন