নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে রাস্তার সীমানা ঘেঁষে ও জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় প্রতিকার চেয়ে ওই এলাকার শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার বড়চওনা-নামদারপুর সড়কে নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী শহিদুল উপজেলার বড়চওনা এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে ও মুন্সিগঞ্জ মোখছেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং কালিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়চওনা এলাকার মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া। সে বড়চওনা-সাগরদীঘি সড়কের নামদারপুর মোড়ে পাকা রাস্তার সীমানা ঘেঁষে রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করে। এতে জনসাধারণের চলাচলের ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে ওই দোকান ঘরের পাশে নিজস্ব জমিতে শহিদুল ইসলাম ও তাঁর ভাইয়েরা বহুতল ভবন নির্মাণের কাজও শুরু করেছেন। সেই ভবনের কাজ বাঁধা সৃষ্টি করে আসছে লাল মিয়া। এতে কিছু বলতে গেলে নানা ভয়ভীতি দেখাচ্ছে।
ভুক্তভোগী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বড়চওনা মৌজার ১০ দাগের ওই জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। সরকারকে নিয়মিত ভূমি কর দিয়ে যাচ্ছি। সেই জমিতে ভবন নির্মাণ করতে গেলে লাল মিয়া বাধাঁ প্রদান করে কাজটি বন্ধ করে হুমকি-ধামকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছি।
তিনি আরও বলেন, রাস্তা ঘেঁষে লাল মিয়া যে দোকান ঘরটি নির্মাণ করেছেন ওই জমিটিও আমাদের। লাল মিয়া তাঁর দোকান ঘরের মাপে অতিরিক্ত একটি প্লট করে নিয়েছে। যার ডিপি খতিয়ান ২৪৯২ দাগ নং ৪৭৬৯। আমাদের ভোগ দখলীয় জমি কিভাবে খতিয়ানে লাল মিয়ার নাম এসেছে আমাদের বুঝে আসে না। লাল মিয়ার নাম ভুলে খতিয়ানে আসায় সে এখন আমাদের জমিতে ভবন নিমার্ণে বাঁধা দিচ্ছেন।
এ বিষয়ে লাল মিয়া বলেন, অভিযোগের বিষয়টি জানা নেই। তবে আমি কারও জমি দখল করিনি এবং ভবন নির্মাণে বাঁধা দিচ্ছিনা।
উপজেলা নির্বাহী অফিসার চিত্র শিকারী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
বাসাইলসংবাদ/ ২০ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন