
বাসাইল সংবাদ : রোববার, ১৮ জুন, ২০১৭:

এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুরে সিএনজি চালকের গলাকেটে সিএনজি ছিনতাইয়ের চেষ্টাকালে গুরুতর আহত সিএনজি চালক আবদুল জলিলের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার প্রতিমাবংকী-কাঙ্গালীছেও সড়কের লাঙ্গুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত আবদুল জলিল বাসাইল উপজেলার রাশরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহত সিএনজি চালকের বাবা হবিবর রহমান বাদী হয়ে রোববার দুপুরে সখীপুরে থানায় ওই তিন ছিনতাইকারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, শনিবার বিকেলে তিন ছিনতাইকারী বাসাইল বাসস্ট্যান্ড থেকে সখীপুরে আসার কথা বলে আবদুল জলিলের সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেয়। সন্ধ্যার দিকে লাঙ্গুলিয়া এলাকায় একটি বনের কাছে নিয়ে ওই চালকের গলাকেটে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গুরুতর আহত সিএনজি চালক আবদুল জলিলকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাঁর অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই রাতেই আবদুল জলিলের মৃত্যু হয়। ছিনতাইকারীরা হচ্ছে- কালিহাতি উপজেলার রামপুর বল্যাচালা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২২) একই গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে বিজয় আহমেদ (২৫) এবং নেওয়াজ আলীর ছেলে রতন মিয়া (২৪)। মামলার বাদী নিহত সিএনজি চালক আবদুল জলিলের বাবা হবিবুর রহমান তাঁর ছেলের হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় মামালা হয়েছে। আটককৃত তিন ছিনতাইকারীকে পুলিশি হেফাজতে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন