নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট। ২৮৯ ভোটের ব্যবধানে আবু হানিফ আজাদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
এদিকে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী পেয়েছেন ৫১২ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ/ ৩০ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন