
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখিপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখিপুরের প্রথম উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সখিপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা দানবীর শেখ হায়েত আলী সরকারের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে তার কবর জিয়ারত, কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


কবর জিয়ারতে অংশ নেন সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল হক আল আজাদ, সখিপুর বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, সখিপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সখিপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক ফজলুল হক, সখিপুর সরকারী কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার প্রমুখ। এসময় সখিপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থীবৃন্দ এবং পরিবারের পক্ষে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল বারেক মিয়া এবং দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, নাতি শেখ মেনন, শেখ জাহাঙ্গীর ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাতসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

এদিকে, দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সখিপুর পিএম পাইলট গভঃ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। সখিপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী। এসময় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া, দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শেখ মেনন, শেখ হাসনাত ও প্রতিষ্ঠানের সাবেক সিনিয়র সদস্য ফজলুল হক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি বছর এই দিনে যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকীটি পালিত হয়ে আসছে।
বাসাইলসংবাদ, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






