নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে “লার্ন মোর বাংলাদেশ” গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর টাঙ্গাইলের বাসাইলে “লার্ন মোর বাংলাদেশ” গ্রন্থাগারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল। বিশেষ আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো. সজীবুর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং-এ অধ্যয়নরত শিক্ষার্থী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন বই ও শিক্ষামূলক কার্জক্রম নিয়ে আলোচনা করেন।
বাসাইলসংবাদ/ ১৩ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন