নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে দুই কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ মালামাল উদ্ধারের ঘটনায় চার আসাসিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন (৩০), সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম (৩৫), সাতক্ষীরা সদরের এরফান আলী গাজীর ছেলে হেলপার মশিউর (৪০) এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)।

পুলিশের সঙ্গে আটককৃত আসামিরা- ছবি- বাসাইলসংবাদ
পুলিশ সুপার জানান, বুধবার (১৪ অক্টোবর) কাভার্ডভ্যান দুটি অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে পৌছালে মির্জাপুর থানার পুলিশের নেতৃত্বে কাভার্ডভ্যান দুটি আটক করা হয়। এসময় কাভার্ডভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে ঢাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এর মধ্যে ভারতের বিভিন্ন ব্যান্ডের ১৮ হাজার ৩৩ পিস শাড়ী, এক হাজার ৮৫০ পিস ওড়না, তিন পিস লেহেঙ্গা পাওয়া যায়। এসময় চারজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে এসআই রুবেল বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আসামীদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ১৬ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন