নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গঙ্গাচরণ তপশিলি উচ্চ বিদ্যালয়ের ৮০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোছা. আকলিমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানের
সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা আক্তার ও সোহেল রানা।
বাসাইলসংবাদ, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন