নিউজ ডেস্ক : ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে পাপন জানান, দুটি দায়িত্ব এক সঙ্গে পালন করা মুশকিল। তাই এ বছরের মধ্যেই ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছেড়ে দিতে চান।
পাপন যদি ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছেড়ে দেন তাহলে নতুন সভাপতি কে হবেন? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবি সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়লে মাশরাফি বিন মুর্তজাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চান।
এ ব্যাপারে নাজুমল হাসান পাপন বলেন, ‘অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালক আছে, তাদের মধ্যে থেকে একজন সভাপতি হবেন। তবে বাইরে থেকে কারও আসার সুযোগ নেই।’
পাপন আরও বলেন, ‘মাশরাফি বোর্ড সভাপকিত হবে এটা বলা মুশকিল। বোর্ড সভাপতি হওয়া একটা প্রক্রিয়ার বিষয়। প্রথমে তাকে কাউন্সিলরশিপ নিতে হবে। এরপর নির্বাচিত হয়ে আসতে হবে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারাই ঠিক করবে কে সভাপতি হবে। মাশরাফি ও সাকিব এখনও পর্যন্ত ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হননি।’
বাসাইলসংবাদ, ১৩ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন