নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মার্চ) ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে উপজেলার পাথাইলকান্দী বাজারের হাজী মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয়রা হাজী মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে তারা ভূঞাপুর ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় টিভি, ফ্রিজ ও জুতার দোকানসহ ৫টি দোকান। পাঁচটি দোকানে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক ইব্রাহীম আকন্দ বলেন, ‘আমার চারটি দোকানে টিভি, ফ্রিজ ও প্লাস্টিকের ফার্নিচার ছিল। সব পুঁড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি। আমার প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে।’
ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার একাব্বর আলী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে। কত টাকার মালামাল পুড়ে গেছে তা প্রাথমিক পর্যায়ে বলা যাচ্ছে না।’
বাসাইলসংবাদ/ ০৫ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন