
অনলাইন ডেস্ক : ভিউ বাড়াতে একটি বিমান বিধ্বস্ত করেছেন ব্রিটিশ এক ইউটিউবার। নিছক দুর্ঘটনা বলে দাবি করলেও পরিকল্পনা করেই ওই বিমানটি বিধ্বস্ত করেন ট্রেভর জ্যাকব নামের ওই মার্কিন ইউটিউবার। এজন্য তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

২০২১ সালের নভেম্বরে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ট্রেভর বিমান চালানার সময় সমস্যা পড়েছেন। এরপর প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন তিনি এবং বিমানটি বিধ্বস্ত হয়। ড্রামাটিকভাবে উপস্থাপন করা হয় ভিডিওটি। এতে লাখ লাখ ভিউ আসে।
বিমানটিতে যুক্ত ক্যামেরা থেকে দারুণ ও রোমহর্ষক কিছু ফুটেজ আপলোড করা হয়। সাবেক অলিম্পিক স্নোবোর্ডার জ্যাকবকে দেখা যায় ধ্বংসাবশেষ এর ওপর হাঁটতে। তিনি বলেন, সামলে রাখা পানিও হারিয়ে ফেলেছেন।
তারপর ফুটেজগুলো নিয়ে সেখান থেকে চলে আসেন। এই ঘটনার কয়েক সপ্তাহ পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ।
তদন্তকারী কর্মকর্তারা জ্যাকবকে বিমানের ধ্বংসাবশেষ সংরক্ষণ করতে বলেছিলেন। কিন্তু জ্যাকব দাবি করেন, তিনি জানেন না বিমান কোথায় বিধ্বস্ত হয়েছে।
২০২১ সালের ১০ ডিসেম্বর জ্যাকব তার বন্ধুকে নিয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছিল বলে জানান ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।
তিনি বলেন, জ্যাকব বিমানের ইঞ্জিনগুলো ছোট ছোট টুকরো করে লমপক সিটি এয়ারপোর্টের ডাস্টবিনে ফেলে দেন। কোনো আলামত রাখতে চাননি তিনি।
এক বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর জানায়, জ্যাকব তদন্তকারীদের মিথ্যে বলেছিলেন। তিনি দাবি করেছিলেন বিমানটিতে পাওয়ার চলে যায়। কিন্তু আদতে সোশ্যাল মিডিয়ার ভিউ ও নিজের জন্য মিডিয়া কাভারেজের জন্য এই কাজ করেছেন তিনি।
বাসাইলসংবাদ, ০৫ ডিসেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন