
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল বাসাইল উপজেলার বাসুলিয়ায় আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌকার মালিক ও মাঝিদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাসুলিয়া (চাপড়া বিল) মুক্তমঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্যা, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, অপারেশন অফিসার আব্দুল ওহাব সরকার প্রমুখ।
আশরাফুল ইসলাম বলেন, ‘নৌকাতে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক রাখতে হবে। তাতে সাঁতার না জানা ব্যক্তি মৃৃত্যুর ঝুঁকি থেকে বেঁচে যাবে এবং নৌকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। নৌকায় কোনো পর্দা থাকা যাবে না।’
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম নৌকার মাঝি ও মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের সকল ট্যুরিস্ট স্পটে নৌকাতে লাইফ জ্যাকেট আছে এখানেও রাখবেন। মানুষ প্রাকৃতিক দৃশ্য দেখতে আসে তাই নৌকাতে পর্দার কোন প্রয়োজন পড়ে না। পর্দা রাখবেন না এবং কোনো অনৈতিক কাজে সহযোগীতা করবেন না। ইঞ্জিনচালিত নৌকার পাশের বেড়াগুলো দ্রুত খুলে ফেলবেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। আপনাদের সার্বিক সহযোগিতায় থাকবে বাসাইল উপজেলা প্রশাসন।’
এরআগে তিনি নৌকাযোগে বাসুলিয়া ঘুরে দেখেন।
বাসাইলসংবাদ, ২৬ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন